উন্মোচিত হবে কি সাগর-রুনি হত্যার রহস্য?

হবে কি সাগর-রুনি হত্যার রহস্য?

উন্মোচিত হবে কি সাগর-রুনি হত্যার রহস্য?
নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের। ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে হত্যার শিকার হন। পরদিন ভোরে উদ্ধার করা হয় তাদের ক্ষত-বিক্ষত মরদেহ। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। বিচারের দাবিতে এখনও তার পরিবার ঘুরছে আদালতের বারান্দায়। কিন্তু ১৩ বছরেও এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি। রহস্য রয়েছে একই তিমিরে। তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন নতুন তারিখ ধার্য হচ্ছে। সাগর-রুনির সেই সময়ের শিশুপুত্র মেঘ আজ প্রাপ্ত বয়স্ক। বাবা-মা হারানোর কষ্ট বুকে চেপে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনিও হতাশ বিচার কাজ নিয়ে। তবে আশা করেন,জীবদ্দশায় তার বাবা-মায়ের হত্যার বিচার দেখে যেতে পারবেন। সাগরের মা সালেহা মনির আক্ষেপের সুরে বলেন, আমার সাগরকে কেন মারা হলো? কারা মেরেছে? এই টুকু দেখে যেতে চাই। ছেলের কবরস্থানে এখনো যাইনি। রুনির মা তো চলে গেছে। এখন আমি একা আছি। আল্লাহর দিকে চেয়ে আছি। আশা করি, ইউনূস সরকারের আমলে সঠিকভাবে তদন্ত হবে। তারা আমার সাগরের খুনিদের বের করবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ২জনের ফোন আলাপে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার চাঞ্চল্যক কথোপকোথন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।