বিয়ে করলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে পাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বরতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’ এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম,উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে।