নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বন্ধু মহল ক্লাবের উদ্যাগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বন্ধু মহল চিনিশপুরের আয়োজনে এই ফুটবল খেলায় স্কোটার আব্দুল গফুর ফুটবল একাডেমি বনাম ঘোড়াশাল কিংস ফুটবল একাডেমির মধ্যে প্রতিযোগিতা হয়। নির্ধারিত ৪০ মিনিটের চরম টান টান উত্তেজনা মধ্যে খেলায় স্কোটার আব্দুল গফুর ফুটবল একাডেমি ১-০ গোলে ঘোড়াশাল কিংস ফুটবল একাডেমিকে পরাজিত করে। পরে প্রধান অতিথি জয়ী দলকে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে টিভি তুলে দেন। খেলায় বিজয়ী দলের পক্ষে একমাত্র গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজু। চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুর রউফ ফকির রনি,জেলা মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া, শ্রমিক দলের সদস্য সচিব সেলিম খান, যুবদল নেতা কাজী আল-আমিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূইয়া,মো. ইলিয়াস ভুইয়া,পায়েল ও অন্যান্যরা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।