নরসিংদীতে যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন যুবদল সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা চড়আড়ালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের এসময় তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান নির্দেশে শহরে বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত উল্লেখ্য করে যুবদল সাধারণ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারে এই বার্তা পৌঁছে দিতে এসেছি ড. আব্দুল মঈন খান বলেছেন,আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি,ভবিষ্যতেও করব না। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।
নরসিংদীতে যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
