মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ মে) সকালে পিস ফ্যাসিলিটেটর প্রুপ (পিএফজি) মনোহরদী শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি’র পিস আ্যম্বাসেডর এবং মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান।
পিএফজি’র কো-অর্ডিনেটর এবং দৈনিক গ্রামীণ দর্পনের সম্পাদক কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু, বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দীন, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বারাকাত রবিন। নির্বচনে অংশ নেয়া প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবু প্রিয়াশীষ রায় ও মাসুদুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদির মৃধা, তৌহিদ সরকার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন পাভেল, সৈয়দ মাহমুদুর হাসান লিটু। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফরোজা সুলতানা রুবী, শাহানাজ পারভনি এবং বেদেনা আক্তার।
সভায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাড়াও পিএফজি’র নেতৃবৃন্দ, জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।