নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে নরসিংদী মডেল থানার কাউরিয়াপাড়া সাকিনস্থ নতুন লঞ্চ ঘাটের সামনে থেকে অভিযান পরিচালনা করে মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ পনির (৩৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বান্টি গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
মাদক কারবারি পনিরকে ১ মণ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন,গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক এর নেতৃত্বে একটি দল পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক বলেন, নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যার এর দিক নির্দেশনায় মাদক কারবারি মোঃ পনিরকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করি পনিরের বিরুদ্ধে জেলা বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।