নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ(৩৬),নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার সায়েদ আলীর ছেলে মো: পাভেল (৩৩) ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪০)। ডিবি’র ওসি খোকন চন্দ্র সরকার আরও বলেন, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে ডিবির উপ পুলিশ পরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় ৩ জনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা কক্সবাজার হতে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল। উপ পুলিশ পরির্দশক মোস্তাক আহম্মেদ বলেন,নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের দিকনির্শেনায় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ এই অভিযান পরিচালনা করে মাদকের এই চালান আটক করতে সক্ষম হই মাদকরে বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
