হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক চেয়ারম্যান মাহবুব

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা চিরনিদ্রায় শায়িত হলেন দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান। বুধবার (২৯ মে) বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের খালপাড় শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মাহাবুবুল হাসানের জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফত উদ্দিন ভূইয়া, নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।

নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে মরহুম মাহবুবুল হাসান এর জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায় যেন মানুষের ঢল নামে। খালপাড় শাহী ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ থাকে। মুসুল্লিরা একে অপরের গায়ে গা লাগিয়ে প্রিয় এই নেতার জানাজায় অংশ নেয়।

জানাযায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, ডাক্তার আনারুল আশরাফ খান দিলীপ, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ অন্যান্যরা

এ সময় বক্তারা দুর্বৃত্ত তার হাতে নিহত হওয়া মরহুম মাহমুদুল হাসান চেয়ারম্যানের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানাযার শেষে মেহেরপাড়া ইউপি সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানকে শ্রদ্ধা ও ভালবাসার সাথে শেষ বিদায় জানায় জেলার হাজার মানুষ। পরে তাকে ভগিরথপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।