মনোহরদীবাসী তরুণ সমাজসেবক রবিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় 

নরসিংদী প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী মনোহরদীবাসীর ইচ্ছা ও ভালবাসার প্রাধান্য দিয়ে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ভোটে লড়ছেন তরুন ও উদীয়মান সমাজসেবক মো. মাহমুদুল হাসান রবিন। পরোপকারী তরুন এই সমাজসেবককে এবার জনপ্রতিনিধি হিসেবেও দেখতে চায় মনোহরদী উপজেলার সাধারণ ভোটাররা।

তরুণ সমাজসেবক রবিন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থেকে তাদের বিপদে আপদে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শুধু অর্থ দিয়ে নয় মানুষের যে কোন বিপদে তাদের পাশে থেকেছেন তিনি। এলাকার মানুষের এতোটুকু সেবা করতে পারলেই যেন আত্মতৃপ্তি পান এই তরুণ। এলাকার সাধারণ মানুষ যখন যেভাবে তাকে ডাক দিয়েছে তিনি তাদের ডাকে সাড়া দিয়ে ছুটে গেছেন। মানুষের বিপদে আপদে পাশে থাকা এই তরুণ ইতোমধ্যে এলাকার সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। এই তরুণ একজন জনপ্রতিনিধি হলে তার সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এমন চিন্তা ভাবনায় মনোহরদীর সাধারণ ভোটারদের ইচ্ছা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তাদের রায় নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নে এলাকাবাসীকে সহযোগিতা করতে পারবে। তাই মনোহরদীবাসীর ইচ্ছা ও ভালোবাসাকে প্রধান্য দিয়ে তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান রবিন মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ভোটে লড়ছেন।

মাহমুদুল হাসান রবিন মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের শুকুন্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত মাহফুজুর রহমান রহমান তিতাস গ্যাস অফিসে কর্মরত ছিলেন। একজন সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে সবাই তাকে চিনতো ও জানতো। তিনি নরসিংদী তিতাস গ্যাস অফিসে আমৃত্যু সম্মানের সাথে কাজ করে গেছেন। মাহফুজুর রহমান রহমানের তিন সন্তানের মধ্যে রবিন সবার বড়। তার ছেলে হয়ে তিতাস গ্যাসের একজন প্রতিষ্ঠিত ঠিকাদার হিসেবে ন্যায়-নিষ্ঠার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেছেন রবিন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে এলাকাবাসীর উন্নয়নে কাজ করছেন রবিন। তিনি শুকুন্দি নিজামুদ্দীন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ছিলেন। একজন পরোপকারী সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্য রয়েছে।

এদিকে মনোহরদীবাসীর ভালবাসা সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন রবিন। প্রতীক বরাদ্দ পর টিয়া প্রতীকের পক্ষে এলাকাবাসীকে সাথে নিয়ে মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে গণসংযোগ করে যাচ্ছেন এই তরুণ সমাজ সেবক রবিন। তিনি এলাকার সাধারণ ভোটারদের দ্বারে টিয়া পাখি প্রতীকে ভোট ও তার জন্য দোয়া প্রার্থনা করছেন। সাধারণ ভোটাররা তাদের প্রিয় অতি আপনজন রবিনকে তাদের নিজেদের বাড়ীতে পেয়ে কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছেন, কেউ বুকে জড়িয়ে ধরেছেন। আবার অনেকের খুশি তাদের প্রিয় এই মানুষটিকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। সাধারণ মানুষের এই ভালোবাসাই মূলধন বলে মনে করেন তরুণ এই সমাজসেবক।

মাহমুদুল হাসান রবিন বলেন, ব্যক্তিগত জীবনে তিতাস গ্যাসের ঠিকাদার হিসেবে ব্যবসা করে যাচ্ছি। এলাকাবাসীর স্বার্থে তখন তিনি তাদের প্রয়োজনে আমাকে স্বর্ণ করছে আমি বরাবরই কোন দিকে না তাকিয়ে এলাকার সাধারণ মানুষের সেই বাঁকে সাড়া দিয়ে নিজের সাধ্যমত সব কিছু দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে গেছি। বেশ কিছুদিন আগে আমাদের এলাকার শ্রদ্ধাভাজন কয়েকজন মুরুব্বি আমাকে নির্বাচনে অংশ নিতে বলেন। তাদের এই ইচ্ছা ও ভালোবাসাকে আমি সকল সময় মূল্যায়ন করি। তাইতো নির্বাচন বিষয়ে তাদের এই মতামতকে আমি আমার মূলধন মনে করে টিয়া পাখি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছি। আমি প্রতি এলাকার সাধারণ ভোটারদের বাড়ী বাড়ী ঘুরে তাদের দোয়া চেয়ে নিচ্ছি। আমি মনে করি এলাকাবাসীর এই দোয়া আমার সাথে থাকলে আগামী ২১ তারিখের নির্বাচনে মনোহরদী উপজেলার টিয়া পাখি প্রতীকে জয় হবে ইনশাআল্লাহ।

নির্বাচনে জয়ী হতে পারলে এলাকাবাসীর স্বার্থে কাজ করে যাবো এবং উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এলাকাবাসীকে সম্পৃক্ত করবেন বলে মত প্রকাশ করেন টিয়া পাখি প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান রবিন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।