নরসিংদী প্রতিনিধি
৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদীতে নজরুল মজিদ মাহমুদ স্বপন এবং বেলাবতে সমসের জামান ভূইয়া রিটন চেয়ারম্যান হিসেবে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২১ মে) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ভোটকেন্দ্রগুলোর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার দিনব্যাপী দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নরসিংদী জেলার দুই উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর টহলে ছিলেন র্যা ব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। কেন্দ্রে কাজ করে পুলিশ ও আনসার। এছাড়া পুলিশের মোবাইল টিম ও উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ট্রাইকিং ফোর্স।
বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে রাত ১১ টার দিকে ৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়। বেলাব উপজেলায় ১১ হাজার ১১৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মত নির্বাচিত হন সমসের জামান ভূঁইয়া রিটন।
৮টি ইউনিয়ন নিয়ে বেলাব উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৮ হাজার ১৮৫ জন। এর মধ্যে ৭২ হাজার ৪৮৪ জন ভোটার ৬৩টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে সমসের জামান ভূঁইয়া রিটন মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন খান মোমেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুস) পদে ৮ জন প্রার্থী ভোটে লড়েন।তাদের মধ্যে মো. হুমায়ুন কবির চশমা প্রতীক নিয়ে ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. ইমদাদুল হক পান ১৬ হাজার ৯৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৫ জন প্রার্থীর মধ্যে হাঁস প্রতীক নিয়ে নাজমুন্নাহার আমিনা ২৫ হাজার ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পায় ১৬ হাজার ৫৯৬ ভোট।
মনোহরদীতে রাত সাড়ে ১২টার দিকে ১০০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে ২২ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে নজরুল মজিদ মাহমুদ স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন।
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০০টি। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ০৩০ জন। এদের মধ্যে ৫৯ হাজার ৫১৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে ভোটে লড়েন ৫ জন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাদের মধ্যে আনারস প্রতীক নিয়ে নজরুল মজিদ মাহমুদ স্বপন ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নামেন ৭ জন। এই ৭ জনের মধ্যে মো. তৌহিদ সরকার মাইক প্রতীকে ১৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির মৃধা বই প্রতীকে পান ১১ হাজার ৪৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ভোটের লড়াইয়ে শাহনাজ পারভীন হাঁস প্রতীক নিয়ে ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরোজা সুলতানা রুনী প্রজাপতি প্রতীকে পেয়েছে ১৫ হাজার ৮০৬ ভোট।