নরসিংদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: থানায় অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদরে একটি প্রতারক চক্র সাংবাদিকের নাম ব্যবহার করে মিল-ফ্যাক্টরি, শিল্পপতি, দানবীর ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদাবাজি চালিয়ে আসছে। এছাড়াও বহিরাগত সাংবাদিকরা সরকারি অফিস ও আদালতে প্রভাব খাটানোর চেষ্টা করছে। এই অপসাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পিটু, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক ইউসুফ ভূঁইয়া এবং নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কামাল হোসেন নরসিংদী সদর মডেল থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চাঁদাবাজির প্রমাণসহ সংশ্লিষ্ট নথিপত্র থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়েও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
নরসিংদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: থানায় অভিযোগ দায়ের
