নরসিংদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সাজাপ্রাপ্ত পলাতক ২ নারীকে গ্রেফতার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ। গ্রেফতারকৃত আসামিরা হলেন পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার শফিকুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম ওরফে আকলিমা ও একই এলাকার নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম।ওসি মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নির্ণয় করে নরসিংদী পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কোনাপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। আছিয়া বেগম ওরফে আকলিমার বিরুদ্ধে একটি যাবজ্জীবন সাজা পরোয়ানা ও তিনটি লাল কালির জিআর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে আব্দুল গাফফার (পিপিএম বার) বলেন, নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এর সার্বিক তত্বাবধানে এএসআই দীপক কুমার সরকার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান নির্ণয় করিয়া গাজীপুর কোনাপাড়া এলাকা হইতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জুলেখা বেগমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা রয়েছে। দুপুরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।