নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিতে জেলা প্রশাসন, নরসিংদী পৌরসভা, জেলা ও শহর আওয়ামী লীগ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ৭ই মার্চ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীর প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান,সকাল ১০টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনাসভা এবং বেলা ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.বদিউল আলম। এদিকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমি সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী পৌরসভার বিচক্ষণ মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু ও ড. মশিউর রহমান মৃধা। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।