নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাধবদী থানা যুবদলের সদস্য সচিব অপুসহ আহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শাহেদুজ্জামান অপু সহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরণ করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর আব্দুল কাদির মোল্লা ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মাধবদী আলগি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩৫), হেলাল মিয়ার ছেলে মানিক মিয়া (৩৭) ও সিদ্দিক মিয়ার ছেলে শাহেদুজ্জামান অপু (৩৯)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শহেদুজ্জামান অপু সহ তার দুই সহযোগী বিকেলে মোটরসাইকেল যোগে নরসিংদী থেকে মাধবদী যাচ্ছিল।

নরসিংদী পুলিশ লাইনের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের আব্দুল কাদির মোল্লা ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটি পিকআপ ভ্যানকে অভারট্যাক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে যায়। এসময় তারা তিনজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের নিয়ে আসে। এসময় তাদের অবস্থা বেগতিক দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামিমা পাঠান দ্রুত টাকা নেওয়ার পরামর্শ দেন। এদিকে মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শাহেদুজ্জামান অপুর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে জেলা হাসপাতালে তাকে দেখতে যান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসীন হুসাইন বিদ্যুৎ। এব্যাপারে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলীর মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।