নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে

নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতা
নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ফেব্রুয়ারী) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০),পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫),

ছাত্রলীগের ১০ নেতা

পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ আফ্রাদ (১৮), মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮) ও পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম (২৬)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ’ভ্যাট বৃদ্ধি বন্ধ কর,ইউনুস তুই পদত্যাগ কর, ইউনুস তুই তওবা কর, জনগনের পায়ে ধর, যাতে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল,তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের কড়া পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।