নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় আল-মোবারকা নামে একটি যাত্রীবাহি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়। এসময় বাসটির ফুয়েল টাংকি থেকে ডিজেল ও মোবিন পড়ে মহাসড়ক ভেসে যায়। বুধবার(১৭ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল মোবারকা নামে একটি যাত্রীবাস কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের এসে দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার পাশে থাকা রোড ডিভাইডার উপরে উঠে পড়ে। এ সময় যাত্রীবাহি বাসটি একপাশে হেলে পড়লে মহাসড়কের উপর সেটি উল্টে যায়। এতে বাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবরে তাৎক্ষণিক ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে উল্টে যাওয়া বাসটিকে ফাঁড়িতে নিয়ে যায়। এদিকে বাসটি উল্টে যাওয়ায় ফুয়েল টাংকি থেকে ডিজেল ও মোবিন পড়ে মহাসড়ক ভেসে যায়। ফলে ওই স্থানে অসাবধানতা বশত অন্য যেকোনো যানবাহন দূর্ঘটনার পড়তে পারে। এমন আশঙ্কায় সড়কের তৈলাক্ত ভাব দূর করতে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই স্থানে বালু ফেলে দেয়। এ সময় ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন কারো দিকে না তাকিয়ে নিজেই কোঁদাল হাতে বালু ফেলতে নেমে পড়েন। সড়কের পাশ থেকে কোঁদাল দিয়ে আঁচড়ে মাটি তুলে মহাসড়কে ফেলতে দেখা যায়। আর এ সময় আর বিডি টিভি নিউজ ইউটিউব চ্যানেলের প্রতিবেদকের ক্যামেরা বন্দি হন তিনি। এব্যাপারে ওসি মো. ইলিয়াস হোসেন বলেন,দুর্ঘটনার খবরে আমি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ৪ বাস যাত্রীকে উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করি। দুর্ঘটনা কবলিত বাসটির ফুয়েল টাংকি থেকে তেল ও মোবিন পড়ে রাস্থা ভেসে যায় এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাই ওই স্থানে আমরা বালু ফেলে তৈলাক্ততা দূর করি। নিজেই কেনো কোঁদাল হাতে নিয়ে বালু ফেলেছিলেন এমন প্রশ্নের জবাবে ওসি ইলিয়াস বলেন, আসলে কাউ হুকুম দিয়ে কিছু করানোর চেয়ে সেটা নিজে করাটা আমি পছন্দ করি বেশী। যে কাজটা আমি নিজে করতে পারবো সেটা আমি পারতপক্ষে কাউ করার আদেশ করি না এবং আমি কাউকে না বলে সেটা নিজেই করে ফেলি।
নরসিংদীতে নিজ হাতে ভাঙ্গা গ্লাস সরিয়ে,কোঁদাল আঁচড়ে মাটি ফেলে মহাসড়কে যান চলাচল সচল করলেন ওসি
