নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে জেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে জেলা শহরের ভেলানগর ভৈরব বাসস্ট্যান্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি হাসনাৎ কবির লুকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকবর হোসেন, ইঞ্জিনিয়ারিং অফ বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন, নরসিংদী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রিপন। ইফতার ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী পৌর এলাকার ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রায়হান হোসেন, সহ সম্পাদক ডাক্তার লুৎফর রহমান, জেলা যুবদল সদস্য নুরুল আমিন,টিটু ও ডাক্তার দীপু প্রমূখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত তৃনমূল নেতৃবৃন্দ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল
