নরসিংদীতে গোয়েন্দা পুলিশ ৩৩৬ ক্যান বিয়ারসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৩৩৬ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা শাখা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বুধবার দিবাগত রাতে মাধবদী থানধীন ডৌকাদি ক্লাব ঘর বাজারে অবস্থান করা কালীন গোপন সূত্রে সংবাদ পাই যে, নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খড়িয়া বাজার সংলগ্ন ব্রীজের নিচে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য বিয়ারসহ বিক্রির জন্য অবস্থান করিতেছে। এমন সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার লস্করদি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ বশির (৩৫) কে ৩৩৬ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। ডিবি’র ওসি খোকন চন্দ্র সরকার আরও বলেন,ডিবির উপ পুলিশ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক সংবাদ প্রাপ্ত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা উক্ত স্থানে পৌছিলে ০১ জন ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে উপ পুলিশ পরির্দশক নঈমুল ইসলাম মোস্তাক বলেন, নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের দিকনির্শেনায় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ এই অভিযান পরিচালনা করে মাদকের এই চালান আটক করতে সক্ষম হই এবং মাদকরে বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন এ ঘটনায় মাধবদী থানায় ১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা করেছেন। তাকে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।