নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় রিক্শা যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের চাপায় নাইম মিয়া নামে রিকশাযাত্রী এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হন রিকশাচালক। শুক্রবার (১৪ জুন) বিকেলে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাকিজা গ্রুপের মম টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার আনিস মিয়ার ছেলে ও পেশায় খুচরা গজ কাপড় বিক্রেতা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাধবদী থেকে গজ ও প্রিন্ট কাপড় নিয়ে বিক্রির জন্য পলাশের ঘোড়াশাল ভ্রাম্যমান কাপড়ের বাজারে যাচ্ছিলেন নাইম মিয়া। তাকে বহনকারী রিকশাটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনার পাকিজা গ্রুপের মমটেক্স’র সামনে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি কাভার্ডভ্যান অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে সামনে আসার সময় রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী কাপড় ব্যবসায়ী নাইম মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় রিকশাচালক।

স্থানীয়রা আহত অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এসময় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দমকল বাহিনী ও মাধবদী থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সহায়ক ভুমিকা পালন করেন।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।