নরসিংদীতে আন্দোলনের মুখে প্রধান শিক্ষিকাকে বদলি

নরসিংদীতে আন্দোলনের মুখে প্রধান শিক্ষিকাকে বদলি
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সেই প্রধান শিক্ষিকা শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। দুর্নীতি,অনিয়ম,ক্ষমতার অপব্যবহার, স্বজন প্রীতিসহ বিভিন্ন অভিযোগ ও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা এর সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তারকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,গাজীপুরে এবং ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।