ধনবাড়ীতে ইয়াবাসহ মাদক ১জন কারবারি গ্রেফতার
মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্যে ত্রিশ পিছ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে উপ পুলিশ পরির্দশক মোঃ আকরাম হোসেন খান এবং এএসআই মোঃ হান্নান মিয়াসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে (০৬) মার্চ দিবাগত রাতে ধনবাড়ী পৌরসভার ০৪ নং ওয়ার্ডের টাকুরিয়া শপিং কমপ্লেক্স এর সামনে ফুটপাত হতে মেহেদুল আলম হাসিব (৩০) কে ইয়াবাসহ আটক করা হয়। মাদক কারবারি হাসিব ধনবাড়ির কিসামত এলাকার হযরত আলী ছেলে। ঘটনা সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সেলিম জানান, ধনবাড়ী থানা পুলিশ বাদী হয়ে আসামির বিরুদ্ধে ধারা ৩৬(১) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা দায়ের করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে এব্যাপারে ধনবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। মাদক কারবারিদের সঠিক তথ্য পাওয়া মাত্রই ধনবাড়ী থানা পুলিশ সাড়াশি অভিযান চালাবে কোনো প্রকার ছাড় নেই মাদক কারবারীদের । ধনবাড়ী থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ধনবাড়ীতে ইয়াবাসহ মাদক ১জন কারবারি গ্রেফতার
