জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
নিজস্ব সংবাদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫ ব্যাচের সিরাজুম মুনির তাহমীদ কে সভাপতি ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সিফাত সরকার মুবিন কে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারী ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ একটি আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়।কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসাবে ১৫ ব্যাচের ফুয়াদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ১৬ ব্যাচের মুজাহিদুল ইসলাম পরশ, সাংগঠনিক সম্পাদক হিসাবে ১৬ ব্যাচের সৌর সরকার আলবন ও কোষাধ্যক্ষ হিসাবে ১৭ ব্যাচের ইশতিয়াক আজাদকে দায়িত্ব দেয়া হয়।বিজ্ঞপ্তিতে আগামী ০৭ দিনের মধ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।