’ঘুমপরী’ প্রেম, নাকি মায়া
তানজিন তিশা ও প্রীতম
ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের সিনেমাটিতে আছেন আরেক প্রীতম; গায়ক-অভিনেতা প্রীতম হাসান। আছেন তানজিন তিশা। আর আছেন এই সময়ের আলোচিত গায়িকা-অভিনেত্রী পারশা মাহজাবীন। সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি ইভেন্ট স্পেসে আয়োজিত সংবাদ সম্মেলনে গল্পে, আড্ডায় মেতে ওঠেন প্রীতম, তিশারা। শুরুর দিকে সহশিল্পীর দিকে তাকিয়ে প্রীতম বলে দিলেন, ‘তানজিন তিশা অসাধারণ। ক্যামেরা যখন চালু হতো, তখন দেখতাম একদমই বদলে যেত সে। তার অভিনীত সেরা একটি কাজ হয়ে থাকবে “ঘুমপরী”।’
’ঘুমপরী’ প্রেম, নাকি মায়া
