উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীতে ঈদুল আযহা পালন 

নরসিংদী প্রতিনিধি

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নরসিংদীতে উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করছে মুসলমানরা। ঈদুল আযহা উদযাপন সকালে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় জেলা্র ঐতিহ্যবাহী চিনিশপুর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেন।

চিনিশপুর ঈদগাহে জামাতে ইমামতি করেন গাবতলী মাদরাসা মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম। এসময় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, ঈদগাহ কমিটি সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভূঁইয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা নানান শ্রেণীপেশার মানুষ। নামাজ ও মোনাজাত শেষে মুসুল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন বিএনপির যুগ্ম মহাসচিবসহ অন্যান্য মুসল্লিরা।

সুসজ্জিত ঐতিহ্যবাহী চিনিশপুর ঈদগাহ ময়দানে এসময় প্রায় ১০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

এদিকে সকাল সকাল ৮টায় নরসিংদীর গাবতলী ঈদগাহ্ ময়দানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।