আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ছাত্রাবাস শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ছাত্রাবাস শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ’সিটি হাউস’ নামে কলেজের একটি ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিমতাজুল হাসান প্রতীক ওরফে প্রতীক তালুকদার ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। সে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র।’সিটি হাউজ’ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের মতো সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরে তারা আমাদের জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে বাবা মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুট সহ কয়েকটি চিরকুট দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রতীকের পরিবার আসলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, মিমতাজুল হাসান প্রতীক নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস লেগেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।